ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বছরে গড়ে ৭ লাখেরও বেশি সেবা দিয়ে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।
বুধবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পররাষ্ট্র সচিব বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তথ্যপ্রযুক্তিগত দিক থেকে স্বয়ংস্বম্পূর্ণ হওয়ার কোনো বিকল্প নেই। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোকে নতুনভাবে চিন্তা করা এবং সাজানোর ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, জনগণের বৃহত্তর সুবিধা এবং ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইনসহ অন্যান্য আধুনিক প্রযুক্তিকে কে ক্রমশ প্রচলন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বছরে গড়ে ৭ লাখের অধিক পরিমাণ সেবা দিয়ে থাকে। এ সেবাগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হলে সাধারণ জনগণ অনেক উপকৃত হবে। তারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কম সময়ে সেবা নিতে পারবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশের ৭৮ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত-হাই কমিশনার, মিশন প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা দুই ঘণ্টাব্যাপী এ সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
ওএইচ/