ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, কোভিড -১৯ মহামারির সময় কোনো পোশাক কারখানার শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। জেনেভায় আন্তর্জাতিক শ্রমিক সংস্থার - আইএলও মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বুধবার ( ১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রী আইএলও মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে পোশাক শিল্প খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'শ্রমিকদের বন্ধু' আখ্যা দিয়ে ড. মোমেন পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার জন্য মহামারি চলাকালে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরেন।
এ সময় তিনি আরও জানান, কোভিড -১৯ মহামারির সময় কোনো পোশাক কারখানার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। বাংলাদেশ সরকার থেকে এই খাতে প্যাকেজ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকে যোগ দিতে জেনেভায় গেছেন পররাষ্ট্র মন্ত্রী মোমেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
টিআর/এসআইএস