ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে আসবে ৫০ লাখ টিকা: মিলার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে আসবে ৫০ লাখ টিকা: মিলার

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার জানিয়েছেন, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে খুব শিগগিরই প্রায় ৫০ লাখ টিকা বাংলাদেশে আসবে।

বুধবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে মেডিক্যাল সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয় যুক্তরাষ্ট্র। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে থাকবে। বাংলাদেশের টিকা কর্মসূচি যেন অব্যাহত থাকে, সে বিষয়ে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।