ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ উচিত নয় : তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ উচিত নয় : তথ্যমন্ত্রী

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ উচিত নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, পৃথিবীর অনেক দেশে ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মত আইন আছে। সব আইনই করা হয় মানুষের নিরাপত্তা ও সুবিধার জন্য।

আইনের অপপ্রয়োগও হয়। কিন্তু এখন এসব আইনের অপ্রয়োগ অনেক কমে এসেছে। আমরা চাই কোনো আইনেরই যেন অপ্রয়োগ না হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সহ-সভাপতি নিত্য গোপাল তুতু।  

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শাহীন আব্দুল বারী।

তথ্য অধিকার আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ আইন অনুসন্ধানী সংবাদের জন্য খুবই কার্যকর। সাংবাদিকরা যথাযথ নিয়মে এ আইনে তথ্য চাইলে তা পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কেউ তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে অভিনন্দন জানাই। আশাকরি বিএনপি এতদিন ধরে যে অপরাজনীতি, জঙ্গি আশ্রয় ও সন্ত্রাসী রাজনীতি করে আসছে তা থেকে বেরিয়ে আসবে। বিএনপি সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসলে, রাজনীতি ও দেশের উপকার হবে।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ বলেন, অনলাইন পোর্টালে যে যার মতো নিউজ করছে, অনেকেই নীতিমালা মানছে না। অফিসিয়াল সিক্রেসি আইন ভারতে বলবৎ রয়েছে। দেশে এই আইন চালু থাকলে সমস্যা নেই। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। ক্র্যাব নিউজ পোর্টালের জন্য শুভ কামনা ও অভিনন্দন জানিয়ে তিনি তথ্য অধিকার আইন অনুসরণ করে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেসি আইন স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। তিনি ক্র্যাব
নিউজ পোর্টালের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।  


ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআইউ) সভাপতি মুরসালিন নোমানী ক্র্যাব নিউজ পোর্টাল উদ্বোধনের জন্য ডিআরইউর পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনে সাংবাদিকরা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহ করার জন্য তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

ডিআরইউর সাবেক সভাপতি ও ক্র্যাবের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বাদশা বলেন, নিউজ পোর্টাল উদ্বোধন আনন্দের সংবাদ। ডিজিটাল নিরাপত্তা আইন এই সাংবাদিকতার জন্য প্রতিবন্ধকতা। মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য তথ্যমন্ত্রীকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল বলেন, আজ ক্র্যাব দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। অ্যাক্রেডিটেশন কার্ডের গুরুত্ব কমে যাচ্ছে। সরকারের কাছে ক্রাইম রিপোর্টারদের ঝুঁকিভাতার আওতায় আনার দাবি জনান তিনি।

সচিবালয় রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি মোতাহার হোসেন ক্র্যাব নিউজ পোর্টালের জন্য শুভ কামনা জানান।

ডিআরইউর সাধারণ সম্পাদক মশিউর রহমান খান ক্র্যাবের নিউজ পোর্টালে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের ওপর গুরুত্বোরোপ করেন।


ক্র্যাব সভাপতি মিজান মালিক বলেন, এই নিউজ পোর্টালের জন্য নীতিমালা করেছি, কোনো পক্ষকে খুশি করার জন্য নিউজ করা হবে না। জনগণের সঙ্গে সখ্যতা বাড়ানোর জন্যই নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদিকতা করলে আইনে কোনো সমস্যা নেই। এমন কোনো নিউজ করা হবে না, যাতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তথ্য অধিকার আইনসহ সব আইন মেনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই।  

এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাবের উপদেষ্টা মর্তুজা হায়দার লিটন, যুগ্ম সম্পাদক হাসান উজ জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খান, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য গোলাম সাত্তার রনি, এস এম মিন্টু হোসেন, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, সাবেক সাধারণ সম্পাদক আজাহার মাহমুদ, কামরুজ্জামান খান, আসাদুজ্জামান বিকু, সাবেক অর্থ সম্পাদক আবু হেনা রাসেল, সিনিয়র সদস্য গাফ্ফার মাহমুদ, শাহ মনোয়ার জাহান কবীর, আমিনুর রহমান তাজ, শামীম সিদ্দিকী, মফিজুর রহমান, আবুল আজাদ সোলায়মান, নজরুল ইসলাম মিঠু, হালিম মোহাম্মদ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭২০ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১

এসজেএ/এমএমজেড
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।