নরসিংদী: নরসিংদীর পলাশে চিহ্নিত ডাকাত সদস্য মোহাম্মদ আলী পাঠানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরসিন্দুরের দক্ষিণ দেওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ আলী পাঠান উপজেলার চর মাহমুদপুর এলাকার মৃত. রফিক পাঠানের ছেলে।
পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বাংলানিউজকে বলেন, আলী পাঠান দীর্ঘদিন ধরে পলাশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও গরু চুরির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় তিনটি ডাকাতি মামলা ও পলাশ থানায় দু'টি চুরির মামলা রয়েছে। তার দলের সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালানো হবে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনটি