ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশে ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
পলাশে ডাকাত গ্রেফতার

নরসিংদী: নরসিংদীর পলাশে চিহ্নিত ডাকাত সদস্য মোহাম্মদ আলী পাঠানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরসিন্দুরের দক্ষিণ দেওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মোহাম্মদ আলী পাঠান উপজেলার চর মাহমুদপুর এলাকার মৃত. রফিক পাঠানের ছেলে।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বাংলানিউজকে বলেন, আলী পাঠান দীর্ঘদিন ধরে পলাশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও গরু চুরির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় তিনটি ডাকাতি মামলা ও পলাশ থানায় দু'টি চুরির মামলা রয়েছে। তার দলের সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।