ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মায় ট্রলারডুবি: নিখোঁজ এক শিক্ষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
পদ্মায় ট্রলারডুবি: নিখোঁজ এক শিক্ষকের মরদেহ উদ্ধার আজমল হোসেনের মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের পদ্মায় ট্রলার ডুবির ঘটনার নিখোঁজের ৮ দিন পর স্কুল শিক্ষক আজমল হোসেনের (৪৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে জানান, এস. আই নজরুলের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছেন। মরদেহটি কারা উদ্ধার করেছে সেটা ঘটনাস্থলে যাওয়ার পর জানা যাবে।

প্রসঙ্গত, ফরিদপুর শহর থেকে গত বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে ফেরার পথে নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক পাড়ে ওঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।