ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

পঞ্চগড়: পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় যৌতুকের বাকি থাকা ১৮ হাজার টাকা না পেয়ে বানেসা বেগম (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিন আলমের বিরুদ্ধে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বানেসা।

উপজেলার রাধানগর লক্ষিদাসী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ওই গৃহবধূর বাবা ইয়াছিন আলী বাদী হয়ে থানায় ৩ জনের নামে মামলা দায়ের করেছে।

এদিকে মামলার পরপরই প্রধান আসামী স্বামী শাহিন আলমকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে শাহিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় গৃহবধূ বানেসার। বিয়ের সময় ছেলে পক্ষ যৌতুক হিসেবে ১ লাখ ২৮ হাজার টাকা দাবি করে। তবে দারিদ্র পরিবার হওয়ায় বিয়ের দিন ১ লাখ ১০ হাজার টাকা দিতে পরলেও বাকি ১৮ হাজার টাকা আর পরিশোধ করতে পারেনি নিহতের বাবা ইয়াছিন। এদিকে যৌতুকের বাকি টাকা না পেয়ে বানেসার উপর শারীরিকভাবে নির্যাতন শুরু করে স্বামী শাহিন। এক পর্যায়ে বেধরক মারপিট শুরু করে স্বামী।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বানেসা অসুস্থ হয়ে পড়লে স্বামীর বাড়ির লোকেরা তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার সময় মৃত্যুবরণ করেন বানেসা।

বানেসার বাবা ইয়াছিন আলী বাংলানিউজকে বলেন, যৌতুকের টাকা দিতে না পারায় আমার মেয়েকে তারা নির্যাতন করে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বিকেলে ওই গৃহবধূর বাবা ইয়াছিন আলী থানায় নারী নির্যাতনের আইনে মামলা দায়ের করেন। এরপরেই প্রধান আসামী শাহিনকে আটক করা হয়।

এদিকে মামলার অপর দুই আসামী পলাতক থাকায় তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১

এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।