নাটোর: নাটোরের গুরুদাসপুরে একটি সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো ভ্রুক্ষেপ করেনি।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে মশিন্দা ইউনিয়নের দড়িকাছিকাটা পশ্চিমপাড়া মাল্লমের মোড় থেকে দড়িকাছিকাটা টোলপ্লাজা পর্যন্ত ওই সড়কে ধানের চারা রোপণ ও সড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেন ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- আলআমি, আজাহার, আমিরুল, বাচ্চু, আমিরুল, রাব্বি, আসমা, তহুরু বেগমসহ আরো অনেকে।
মানববন্ধনে তারা অভিযোগ করেন, গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িকাছিকাটা পশ্চিমপাড়া মাল্লমের মোড় থেকে দড়িকাছিকাটা টোলপ্লাজা পর্যন্ত এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী। এমন বেহালদশায় পড়া সড়ক সংস্কারের জন্য নানা জায়গায় ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। এই সড়ক উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় এলাকার রোগী, গর্ভবতী নারীসহ সব পেশাজীবী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়াও মাঠ থেকে ফসল তুলে বাজারে বিক্রি করার একমাত্র সড়ক এটি এবং প্রায় ১০০টি অটোভ্যান চালক এই এলাকার রয়েছে। যারা অটোভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন।
এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিগগিরই যদি এ সড়ক সংস্কার কাজ শুরু না হয় তাহলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদেও (ইউপি) চেয়ারম্যান প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজ জানান, মশিন্দা ইউনিয়নের কয়েকটি সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু হবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বাংলানিউজকে জানান, জনসাধারনের দাবির বিষয়টি বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। যাতে মানুষের দুর্ভোগ লাঘব হয়।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনটি