ময়মনসিংহ: ময়মনসিংহ সফরে এসে মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র। সেই সঙ্গে তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিমিয় সভায় মিলিত হন।
বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে তিনি নগরীর দূর্গাবাড়ি রোডস্থ ১৬০ বছরের পুরনো ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। তিনি এদিন নগরীর আর্যধর্ম জ্ঞান প্রদায়ীনি ধর্মসভা মন্দিরে আয়োজিত মতবিনিময় সভা করেন।
জানা যায়, ডা. বানশিধর মিশ্র মন্দিরের মূল ফটকে পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে মন্দির কর্তৃপক্ষ। পরে পূজা অর্চনা ও প্রসাদ গ্রহণ করে মন্দিরের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন তিনি।
মন্দিরের সভাপতি প্রফেসর বিমল কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. বানশিধর মিশ্র। এ সময় আরও উপস্থিত ছিলেন নেপালের হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক, অ্যাডভোকেট বিকাশ রায়সহ অনেকে।
এর আগে সকালে নগরের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে নেপালের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। এছাড়া বৃহস্পতিবার তিনি শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
এসআই