ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেওনা দক্ষিণপাড়া এলাকায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পারভেজ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পারভেজ উপজেলার বাঘিয়া উত্তরপাড়া গুচ্ছগ্রাম এলাকায় মৃত মাঈন উদ্দিন শেখের ছেলে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, দুপুরে দেওয়া দক্ষিণপাড়া এলাকায় ভাডাজোর বিলে ঠেলাজাল নিয়ে মাছ ধরতে যান পারভেজ। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান পারভেজ। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নিহতের পরিবার এবং পুলিশে খবর দেয়। পরে এলাকাবাসী মরদেহ উদ্ধার করেন। কোনো অভিযোগ না থাকায় পুলিশের হস্তক্ষেপ ছাড়াই মরদেহ নিয়ে যান স্বজনরা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।