গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেওনা দক্ষিণপাড়া এলাকায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পারভেজ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, দুপুরে দেওয়া দক্ষিণপাড়া এলাকায় ভাডাজোর বিলে ঠেলাজাল নিয়ে মাছ ধরতে যান পারভেজ। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান পারভেজ। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নিহতের পরিবার এবং পুলিশে খবর দেয়। পরে এলাকাবাসী মরদেহ উদ্ধার করেন। কোনো অভিযোগ না থাকায় পুলিশের হস্তক্ষেপ ছাড়াই মরদেহ নিয়ে যান স্বজনরা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরএস/ওএইচ/