ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র

রাজবাড়ী: রাজবাড়ীতে পটকা বানাতে গিয়ে রিয়াজ মোল্লা (১৫) নামে এক স্কুলছাত্রের হাত-পা ঝলেসে গেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

 

রিয়াজ উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের লিটন মোল্লার ছেলে। সে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে লিটন মোল্লার বাড়িতে বিকট শব্দ হয়। তখন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রিয়াজের হাত ঝলসানো ও পা দিয়ে রক্ত ঝরছে। তখন সে জানায় ইউটিউব দেখে পটকা বানানোর চেষ্টা করছিলো সে।  

বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খলিলুর রহমান বাংলানিউজকে জানান, তিনি শুনেছেন ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানাচ্ছিল রিয়াজ। তখন বিস্ফোরণের ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, বিস্ফোরণে রিয়াজের হাত ও পায়ে ক্ষত হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।