ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সময়োপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমানবাহিনীর মহড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
সময়োপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমানবাহিনীর মহড়া

ঢাকা: সময়োপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন ‘এডেক্স ২০২১-২’।

বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, টাঙ্গাইল ও বরিশাল অঞ্চলের বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মহড়ায় জঙ্গি বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র‌্যাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশ নেয়। ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ মূলমন্ত্রে দীক্ষিত বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা, সক্ষমতা ও দুর্বলতা মূল্যায়নকল্পে নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা মহড়ার আয়োজন করে, যা বাংলাদেশের সময়োপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলায় বিশেষ ভূমিকা পালন করে।

এ মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা ইন্টারসেপশন, আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ভূমিতে গোলাবর্ষণ, পর্যবেক্ষণসহ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করেন। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন ইউনিট সীমিত পরিসরে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।