ঢাকা: রাজধানীর হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ফরহাদ আকাশ (২১), আল কবির (২২), মোমিনুস সালেহিন সিয়াম (১৮) নামে তিন বন্ধু দগ্ধ হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের বন্ধু নাজমুস সাকিব মাহি বাংলানিউজকে বলেন, আমরা চার বন্ধু মিলে বিকেলে হাতিরঝিল এলাকায় ঘুরতে আসি। সন্ধ্যার দিকে আমরা হাতিরঝিল মহানগর ব্রিজের পাশের একটি সেপটিক ট্যাংকের ওপর বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে আমার তিন বন্ধু দগ্ধ হয়। আমি একটু দূরে থাকায় বেঁচে যাই। পরে ডিউটিরত পুলিশ তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জানতে পেরেছি, বিস্ফোরণে সিয়ামের শরীরের ১৫ শতাংশ, ফরহাদের ২৪ শতাংশ ও আল কবিরের শরীরের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
এজেডএস/জেডএ