ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীর উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ঈশ্বরদী-কু্ষ্টিয়া আঞ্চলিক সড়কের জয়নগর শিমুলতলা খাইরুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- ঈশ্বরদীর রূপপুর মোড়ের লালনের ছেলে ইব্রাহিম (২৫) ও জহুরুলের ছেলে জয় (২৬)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বাংলানিউজকে জানান বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী অভিমুখ থেকে দ্রুত বেগে একটি মোটরসাইকেল আসছিল। ওই মোটরসাইকেল উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী রূপপুর পারমাণবিক পাওয়ার প্লান্টের নিযুক্ত অর্গান কোম্পানির মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক ও এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।