ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

প্রক্সি হাজিরা দিতে এসে গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
প্রক্সি হাজিরা দিতে এসে গ্রেফতার ৫ গ্রেফতাররা

ময়মনসিংহ: ময়মনসিংহে পরিচয় গোপন করে অন্য ব্যক্তির নামে আদালতে হাজিরা দিতে এসে ৫ প্রতারক গ্রেফতার হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহ আদালতে অন্যের হাজিরা দিতে এসে তারা আটক হয়।

 

গ্রেফতাররা হলেন-কিশোরগঞ্জের তাড়াইলের সোহেল মিয়া, নান্দাইলের ইন্দারগাতির ওলিউল্লাহ, রফিকুল ইসলাম, সহিদুল ইসলাম ও নুরুল্লাহ। তাদের বিরুদ্ধে আদালতের জিআরও সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল হাসানাত কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আদালত ও কোতোয়ালি পুলিশ সূত্রে জানা গেছে, নান্দাইল থানার মামলা নম্বর ৩৬(৪)২১, জিআর নম্বর ১১৯/২১ এর পলাতক আসামি সুরুজ মিয়া, আজীম উদ্দিন, মুন্না মিয়া, আবুল কাশেম ও শহর আলী। গত ধার্য তারিখে মামলাটি উভয়পক্ষের মধ্যে আপস হয়েছে বলে আদালতে অবহিত করা হয়।  

বুধবার (১ সেপ্টেম্বর) মামলার অধার্য তারিখে আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ উল্লেখিত ৫ আসামিকে আদালতে হাজির করেন। আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রত্যেক আসামিকে বার বার নাম ধরে ডাকেন। আদালত একই নাম ডাকলে আসামিরা বার বার প্রায় সবাই হাত তুলে আদালতকে জানান দেয়। একজনের নাম ডাকলে সবাই হাত তোলার ঘটনায় আসামিদের প্রতি আদালতের সন্দেহ হয়। এতে আদালত আসামিদের তাদের জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো পরিচয়পত্র এনে আদালতে অবহিত করার জন্য আদালত (অফিস চলাকালীন সময় বিকেল ৫ টা) চলাকালীন পর্যন্ত সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে আসামিরা তাদের পরিচয় দেখাতে ব্যর্থ হন। এ অবস্থায় নিজ নিজ পরিচয় গোপন করে ৫ আসামির নাম ধারণ করে জামিনের চেষ্টা করায় আদালত তাদের গ্রেফতার করার নির্দেশ দেন। এ অবস্থায় আদালতের জি আরও এএসআই আবুল হাসানাত বাদী হয়ে ৫ জনের নামে অভিযোগ দায়ের করেন।  

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নিজের পরিচয় গোপন করে ৫ ব্যক্তি অন্য আসামির নামে আদালতে হাজির হয়ে জামিন নিতে এলে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকালে এই প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্যদের নাম প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।