ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

করোনা ভ্যাকসিন প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
করোনা ভ্যাকসিন প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার

ঢাকা: মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে করোনা (কোভিড-১৯) প্রতিরোধী ভ্যাকসিন দ্রুততম সময়ে প্রাপ্তির আশ্বাস দেওয়ার নামে একটি প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন  ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে প্রতারক এই চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই চক্রের আরও সদস্যের নজরদারি ও গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।