ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে করোনা সুরক্ষাসামগ্রী প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে করোনা সুরক্ষাসামগ্রী প্রদান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে করোনা সুরক্ষাসামগ্রী দেওয়া করা হয়েছে।  

বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের কাছে এসব সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।

 

সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে- অক্সিজেন গ্যাস সিলিন্ডার, কেএন নাইনটি ফাইভ মাস্ক, সার্জিকেল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টুথপেস্টসহ অন্যান্য সামগ্রী।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর উদ্যোগে সারাদেশে করোনা মহামারিতে এসব সামগ্রী দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. মোস্তফা কামাল, তাঁতী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ উদ্দিন শাহীন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা তাঁতী লীগের সদস্য সচিব হুমায়ুন কবীর, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম, কটিয়াদী উপজেলা কৃষক লীগের সদস্য সচিব জাকির হোসেন জুয়েল, যুবলীগ নেতা পারভেজ আহমেদসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।