ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ডাকাতের ছুরিকাঘাতে হানিফ পরিবহনের চালক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
ডাকাতের ছুরিকাঘাতে হানিফ পরিবহনের চালক খুন

গাইবান্ধা: যাত্রীবেশী ডাকাতের ছুরিকাঘাতে মনজু মিয়া (৪৫) নামে হানিফ পরিবহনের বাসচালক খুন হয়েছেন। এছাড়া তৌহিদুল (৩০) ও লিটন ইসলাম (৩০) নামে বাসের দুই সহকারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্যাপুর উপজেলার মাঝামাঝি পীরগঞ্জ সীমানার বিটিসি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাসচালক ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। বাসের দুই সহকারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮১০) ঢাকা থেকে পঞ্চগড়ের আয়োটারী যাচ্ছিল। ওই বাসে যাত্রী বেশে ওঠে একদল ডাকাত। ভোরে রংপুর-ঢাকা মহাড়কের গাইবান্ধা অংশে এসে ডাকাতরা বাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এতে চালক অসহযোগিতা করায় ধাপেরহাট এলাকায় তাকে ছুরিকাঘাত করে বাস থেকে নেমে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা লোকমান হাকিম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পলাশবাড়ী সদর থেকে ২ কিলোমিটার দূরে। খবর পেয়ে ভোর পৌনে ৪টার দিকে পলাশবাড়ী থানা পুলিশসহ আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। গুরুতর আহত বাসচালকসহ দুই সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসচালকের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পীরগঞ্জ এলাকায় হওয়ায় স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।    

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।