ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ওয়ার্ডে ১৪৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ১০ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১২ জন হাসপাতাল ছেড়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয় ১১৭ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২১২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৪৮ জন।
প্রসঙ্গত, মমেক হাসপাতালে করোনা শনাক্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয়। তার আগের মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
জেএইচটি