ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বাবু বাজার ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
বাবু বাজার ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীর বাবু বাজার ব্রিজে মোশারফ শিকদার (৩৫) নামে এক ‍যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

পরে দ্রুত  আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোশারফ জানান, তিনি কেরানীগঞ্জের ইস্পাহানি ছয় নম্বর রোডে থাকেন। পুরান ঢাকার বাদামতলীতে একটি ফলের আড়তে কাজ করেন তিনি। প্রতিদিন ভোরে নৌকায় করে বুড়িগঙ্গা নদী পাড় হয়ে আড়তে আসেন। ভোরে বাবু বাজার ব্রিজ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে আসার সময় দুই ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায়। বিপদ বুঝতে পেরে তখন তিনি পেছনে থাকা পান-বিড়ির এক হকারকে ডাক দিলেই ছিনতাইকারী তার পেটে ও বাম পায়ে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোটটি ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আড়তের আরেক কর্মচারী তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ভোরে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে ক্যাজুয়েলিটি বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার জরুরি অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।