খুলনা: খুলনার সোনাডাঙ্গা মজিদ সরণির রহিম প্লাজায় অবস্থিত আল-আকসা মার্কেটের আর্টিস্ট ফ্যাশনের শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ড শুরু হয়।
আর্টিস্ট ফ্যাশনের ম্যানেজার মো. সাইফুল ইসলাম বলেন, সকালে আমাকে দোকানে আগুন লেগেছে মোবাইল ফোনে খবর পাই। পরে আমি মার্কেটে চলে আসি। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিদিন নিয়ম অনুযায়ী মার্কেটের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তারক্ষীর কাছে দোকান বুঝিয়ে দিয়ে দোকান কর্মচারীরা বাড়ি যান।
তিনি দাবি করেন, নগদ টাকাসহ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ আশপাশের এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। একই সঙ্গে বিদ্যুত সংযোগও বিছিন্ন করে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ফ্যাশনের শো রুমের পেছন পাশে একটি কম্পার্টমেন্ট রয়েছে। সেখানে বৈদ্যুতিক বোর্ড আছে। সেখান থেকে আগুনের সূত্রপাত্র হতে পারে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা স্টেশনের ছয়টি ইউনিট দীর্ঘ সময় চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এমআরএম/আরআইএস