ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

এমপি স্বপনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
এমপি স্বপনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ঢাকা: জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদের অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। শোক প্রস্তাবের উপর সংসদের সদস্যরা আলোচনায় অংশ নেন।

বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) সংসদের অধিবেশন শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন।

এর আগে বুধবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরুতেই কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন ও আলোচনার পর অধিবেশন মুলতবি করা হয়।

হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর ভোরে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসিবুর রহমান স্বপন সাবেক শিল্প উপমন্ত্রী।

শোক প্রস্তাবরে উপর আলোচনায় অংশ নেন, বিরোধী দলের উপ নেতা গোলাম মোহাম্মদ কাদের, চীফ হুইপ মশিউর রহমান রাঙা, আওয়ামী লীগের সদস্য ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক চীফ হুইপ আসম ফিরোজ, আওয়ামী লীগের শামছুল হক টুকু, আজিজুর রহমান, বিএনপির হারুনুর রশিদ।

বাংলাদেশ সময় ১২১২ ঘন্টা, সেপ্টেম্বর ২, ২০২১

এসকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।