সাভার (ঢাকা): সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসনে রুমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত রুমার স্বজনরা জানায়, কয়েকদিন আগে রাজধানীর মিরপুরে শ্বশুর বাড়ি থেকে সাভারে বাবার বাড়িতে যান রুমা। পরে রুমার ১৫ বছর বয়সী মেয়েকে তার খালার বাসায় বেড়াতে পাঠায় তিনি। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে রুমা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু সকালে ঘুম থেকে না ওঠায় তার ঘরে যান পরিবারের সদস্যরা। এ সময় তার রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, আমরা ছাড়াও এখানে সিআইডিসহ বিভিন্ন সংস্থার লোক এসেছে। হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশসহ বিভিন্ন সংস্থা। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
আরআইএস