ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

করোনা কমলেও রয়েছে ডেঙ্গুর প্রকোপ: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
করোনা কমলেও রয়েছে ডেঙ্গুর প্রকোপ: প্রধানমন্ত্রী

ঢাকা: করোনা সংক্রমণ কিছুটা কম হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে সংক্রমণ কমে আসার পর আবার নতুন করে বেড়ে যায়।



বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার প্রকোপ কিছু কমেছে। কিন্তু ডেঙ্গুর প্রকোপ রয়েছে। সবাইকে নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু ওষুধ দিলে হবে না পরিষ্কারও রাখতে হবে। নিজেকে সজাগ রাখতে হবে। সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে, কাজ করে যাচ্ছে। করোনার প্রকোপ কিছুটা কমেছে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, উদাসীন না হয়ে সবাই যেনো স্বাস্থ্যবিধিটা মেনে চলে।

তিনি বলেন, আমরা সারা পৃথিবীতে দেখছি করোনা কমে আসে আবার নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। টিকার সমস্যা নেই। তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক, তাদের পরিবারের সদস্য, গাড়ি চালকসহ সবাইকে টিকা দেওয়ার চেষ্টা করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা আছে সেগুলো মেনে শিক্ষার্থীদের টিকা দেওয়ার চেষ্ট করছি। ছয় কোটি ডোজ টিকার টাকা অগ্রিম দিয়েছি, পর্যায়ক্রমে টিকা আসবে। টিকা দেওয়ার পরও দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হচ্ছেন। কিন্তু এতে হয়তো সিরিয়াস কিছু হয় না। যাদের হার্টের অসুখ আছে তাকে বেশি সাবধান থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রাখতে হবে। নিজের ভালো নিজে বুঝতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।