খুলনা: খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকার ৪৮ নম্বর সার্কুলার রোডে নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- রাজমিস্ত্রী খান মো. শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৭)। তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতদের বাড়ির মালিক নাসির উদ্দিন জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী অথবা স্ত্রীর হাতে থাকা রড বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। তখনই এ দুর্ঘটনা ঘটে।
খুলনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, খান মো. শাওন তার পরিবার নিয়ে সার্কুলার রোডের নাসির উদ্দিনের বাড়ির তিনতলায় ভাড়া থাকতেন। তিন তলার বেলকনির পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের তার রয়েছে। সকালে রড দিয়ে কাজ করার সময় সেটি বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এ সময় স্বামী ও স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এমআরএম/আরআইএস