ঢাকা, সোমবার, ২৬ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বন বিভাগের মামলায় ৫ আসামির কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
বন বিভাগের মামলায় ৫ আসামির কারাদণ্ড 

ময়মনসিংহ: ময়মনসিংহে বনের গাছ কেটে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ আসামিকে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর ) দুপুরে এ আদেশ দেয় আদালত।

আসামিরা হলেন- চাঁন মাহমুদ, রফিকুল ইসলাম, তাইজুদ্দিন, আবুল হোসেন ও খোকা মিয়া। তারা সবাই ভালুকা উপজেলার উথুরা এলাকার বাসিন্দা।  

২০০০ সনের সংশোধিত বন আইনের ২৬(১) এর 'ক' ধারায় আসামিদের দুই বছরের সশ্রম এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজিত কুমার মিত্র বাংলানিউজকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
অজিত কুমার জানান, বন বিভাগের গাছ কেটে পাচারের অভিযোগে ২০১০ সালের ২০ জুলাই ভালুকা উপজেলার বন বিভাগের উথুরা রেঞ্জের ফরেস্ট অফিসার এস.এম হাবিব উল্লাহ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

ওই মামলার দীর্ঘ তদন্তে আদালতে অভিযোগপত্র জমা হলে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।