ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

৪ সেপ্টেম্বর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে খাগড়াছড়িতে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
৪ সেপ্টেম্বর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে খাগড়াছড়িতে 

খাগড়াছড়ি: আগামী ৪ সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ লাইনের সংস্পর্শে আসা গাছের ডালপালা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান বর্ষা মৌসুমে বিভিন্নস্থানে ডালপালা বেড়ে বিতরণ লাইনের সংস্পর্শে এসে ঘরে ঘরে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। তাই ডালপালা কাটার জন্য ৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত কিছু দিন ধরে খাগড়াছড়িতে ঘর ঘর বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার বিদ্যুৎ আসা যাওয়া করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।