ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান (যাতে কার্তুজ ব্যবহার করা যায়), দুটি কার্তুজ, একটি চায়নিজ চাপাতি, বার্মিজ ছুরি, একটি গ্রিল কাটার মেশিন, দড়ি, একটি কচটেপ, একটি মানকি টুপি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

আটকরা পাঁচজন হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুদু মিয়ার ছেলে আব্দুল করিম মণ্ডল (২৬), মৃত নুর হোসেনের ছেলে আনজু (৩৫), মহির উদ্দিনের ছেলে মোস্তাক মিয়া ওরফে মোর্চ্চা (৪৯), পরশুরাম চন্দ্রের ছেলে কার্তিক (২৪) ও চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (২২)।

সংবাদ সম্মেলনে এসপি সুদীপ জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন জেলায় অপরাধ সংগঠিত করে আসছিলেন। তারা মূলত বিভিন্ন বড় বড় দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, জুয়েলারি শপসহ রাতে গরুর ট্রাকগুলোতে ডাকাতি করতেন। বগুড়ায় তারা মূলত বড়রকম কোনো অপরাধ সংগঠিত করার জন্য সংগঠিত হয়েছিলেন। তবে খবর পেয়ে দ্রুত সময়ে সদর থানা পুলিশ বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাটিডালী বাইপাস রোডের পাশে একটি হোটেলের পূর্ব পাশ থেকে তাদের আটক করে। তবে ওই সময় অজ্ঞাত আরও পাঁচ থেকে জন ডাকাত দলের সদস্য পালিয়ে যান। আটকদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে। তাদের আদালতে পাঠিয়ে অধিক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। পাশাপাশি তাদের এ চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে জেলায় যেনো কোনো অপরাধ সংগঠিত না হয় এজন্য আমরা প্রো-অ্যাক্টিভ পুলিশিং চালিয়ে যাবো।  

অপরাধ দমনে বগুড়ার সাধারণ মানুষের সহায়তা চেয়ে এসপি সুদীপ বলেন, আপনাদের আশপাশে সন্দেহজনক কিছু বা আগুন্তকরা দলবদ্ধভাবে ঘোরাফেরা করলে ৯৯৯ এর মাধ্যমে আমাদের জানান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।