খাগড়াছড়ি: খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চীনা ভাষা শিক্ষা ও হাউজ কিপিং কোর্সের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসব কোর্সের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
কেন্দ্রের অধ্যক্ষ সোহেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, বিআরটিএ-এর সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব।
খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬টি ট্রেডে ১৯০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এডি/এমজেএফ