ঢাকা, সোমবার, ২৬ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ঘরে কাঁদছিলেন ‘ধর্ষণের শিকার’ ৭০ বছরের বৃদ্ধা!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
ঘরে কাঁদছিলেন ‘ধর্ষণের শিকার’ ৭০ বছরের বৃদ্ধা! প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে এই ঘটনা ঘটে।

 
 
ওই ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  

ভুক্তভোগী বৃদ্ধার নাতী বলেন, ‘বাড়িতে বাইরে দিকের একটি ঘরে থাকতেন আমার নানি। তিনি সকাল থেকেই কান্নাকাটি করছিলেন। প্রতিবেশী সুনীল হেমব্রত (৫০) তাকে ধর্ষণ করেছে বলে তিনি জানান। পরে আমরা পুলিশের কাছে যাই। ’

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘ভুক্তভোগী বৃদ্ধার স্বজনেরা থানায় এসেছেন। তার মেয়ে লিখিত অভিযোগ করেছেন। আমরা অভিযোগ নিয়েছি। ভুক্তভোগীর রক্তপাত হচ্ছিল। এজন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ’ 

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত সুনীল আমাদের পর্যবেক্ষণে আছে। আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। নির্যাতনের ডাক্তারি রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ’ 

রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ইনচার্জ ডা. মনিরা জানান, ভুক্তভোগী বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছে। মেডিক্যাল চেকআপের জন্য তাকে আউটডোরে পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা শেষে এ ব্যাপারে শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।