ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের ধাক্কায় রিকশার চালকসহ তিন আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন- রিকশা চালক সিরাজুল ইসলাম (৪০), আরোহী মো. সাগর (৩০) ও স্বজল (২২)।
আহত সাগর জানান, তিনি রাজধানীর রায়েরবাগ এলাকায় থাকেন ও গাড়ির ডেকোরেশনের কাজ করেন। আর সজল তার সহযোগী। সজল থাকেন ভাটারা থানার সোলমাইদ এলাকায়। কাজে যাওয়ার জন্য তারা কোকোকোলা মোড় থেকে রিকশায় করে কুড়িল বিশ্বরোড যাচ্ছিলেন। বিশ্বরোডে এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তারা আহত হন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী সৈকত বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস ওই রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশার চালকসহ দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সজলের অবস্থা গুরুতর। বাকি দুজনের অবস্থা আশঙ্কমুক্ত। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক এবং সহযোগী পলাতক রয়েছেন। তাদেরও আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এজেডএস/আরআইএস