ঢাকা, সোমবার, ২৬ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মণ্ডলের ছেলে আব্দুল হান্নান (৩২) এবং পবন আলীর ছেলে শাকিল আহম্মেদ (২১)।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, সকালে সাটারিং খোলার জন্য হরিনারায়ণপুর গ্রামের বক্কর নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নামেন শাকিল। বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রধান রাজমিস্ত্রি আবদুল হান্নান তাকে খোঁজার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। এরপর অনেকক্ষণ তাদের কারো কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা কাছে গিয়ে দেখেন যে তারা অচেতন অবস্থায় পড়ে আছেন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা,  সেপ্টেম্বর ০২, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।