সিরাজগঞ্জ: যমুনায় পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া বাঁধে ধস দেখা দিয়েছে। এতে চরাঞ্চলের শহর বলে খ্যাত নাটুয়ারপাড়া বাজার ভাঙনের হুমকির মুখে পড়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত থেকে শুরু করে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত নাটুয়ারপাড়া বাজার রক্ষায় নির্মিত বাঁধের মাটির অংশের অন্তত ৭০ ফুট নদীগর্ভে বিলীন হয়েছে গেছে। দু’দিন ধরেই বাঁধ মেরামতের চেষ্টা করছেন স্থানীয়রা।
নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, নাটুয়ারপাড়া বাজারটি কাজিপুরের সাত ইউনিয়নসহ জামালপুরের সরিষাবাড়ী, বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা অধ্যুষিত চরাঞ্চলের মানুষের প্রধান বাণিজ্য কেন্দ্র। যমুনার ভাঙন থেকে বাজারটি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ও পানি উন্নয়ন বোর্ড থেকে একটি মাটির বাঁধ নির্মাণ করা হয়। সেই বাঁধটিতে বুধবার রাতে ধস দেখা দিয়েছে।
বাঁধটি সম্পূর্ণ ধসে গেলে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ, বাজার, কলেজসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়বে বলে তিনি জানান। স্থানীয়রা নিজ উদ্যোগেই এ বাঁধ মেরামত করছেন বলে জানান তিনি।
কাজিপুরের ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বলেন, নাটুয়ারপাড়ার মাটির বাঁধে ধস দেখা দিয়েছে। উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাঁধটি নির্মাণ করা হয়েছিল। পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কার করে। আমরা বিষয়টির খোঁজ-খবর রাখছি।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসআই