মাগুরা: মাগুরা জেলা পরিষদের পক্ষ থেকে চলতি বছরের ২০০টি বিভিন্ন প্রকল্পে উপকারভোগীদের মধ্যে প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।
চলতি বছর বিভিন্ন মেয়াদে ৪ কোটি ৯০ লাখ টাকা উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। ইতোমধ্যে ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম কিস্তির এক কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। বাকি চেক চলতি বছর কাজের মান যাচাই-বাছাই করে টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে।
মাগুরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দিদার হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শহিদুল ইসলাম ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান, প্রকৌশলী শহিদুল ইসলাম, শিশির কুমার শিকদার, মো. আয়ুব আলী প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে সমাজের বিভিন্ন উন্নয়মূলক কাজে সহযোগিতা করা হয়ে থাকে। বিশেষ করে মসজিদ, মাদরাসা, মন্দির, শশ্মান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ক্লাবকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছে।
তিনি আরও বলেন, ‘তৃণমূল নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বীতা তৈরির জন্যে নারীদের সেলাই মেশিন বিতরণ ও পোষাক তৈরি প্রশিক্ষণের সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সর্বপরি সোনার বাংলা গড়ে তুলতে মাগুরা জেলা পরিষদ উন্নয়নমূলক কাজে আর্থিকভাবে সহযোগিতা করে আসছে। ’
বাংলাদেশ সময় : ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
আরইউ/এনটি