ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের সামনের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় আব্বাস (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ রিকশার তিন যাত্রী।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী পথচারী এমএ হাসান জানান, ন্যাম ভবনের সামনের রাস্তায় পার্ক করে রাখা একটি প্রাইভেটকারকে ওভারটেক করছিল রিকশাটি। তখন সামনের দিক থেকে আসা আরেকটি সাদা রঙের প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে আহত হন। আহতদের মধ্যে রিকশাচালকের অবস্থা গুরুতর হওয়ায় তিনি (পথচারী হাসান) আব্বাসকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর অন্য পথচারীরা বাকি আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।  

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ন্যাম ভবনের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক মারা গেছেন ও তিনজন আহত হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
এজেডএস/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ