ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে পাঁচ প্রকল্প উদ্বোধন

সরকার কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে: এমপি খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
সরকার কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে: এমপি খোকন

মেহেরপুর: মেহেরপুর- ২ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, এ দেশ আমাদের সবার। বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে।

দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার প্রতি আনুগত্য স্বীকার করে দেশের কল্যাণে কাজ করতে হবে। এক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) ৫ কোটি সাড়ে ৩১ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  সাহিদুজ্জামান খোকন এমপি।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে এলজিইডির তত্ত্বাবধানে ২ কোটি টাকা ৩৬ লাখ টাকা ব্যয়ে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া বাজারে দোতালা মার্কেট, একই ইউনিয়নের ভাটপাড়াতে ৬৫ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিস, এলজিইডির তত্ত্বাবধানে ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৯৫৬ টাকা ব্যয়ে নবীনপুর রেগুলেটর ধলার ব্রিজ- তেঁতুলবাড়িয়া চে. ৫৫০-২২৬০ পর্যন্ত সড়ক উন্নয়ন, একই প্রকল্পের আওতায় এক কোটি টাকা ব্যয়ে কাথুলি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাবেক চেয়ারম্যান কাবুলের বাড়ি হতে তেঁতুলবাড়িয়া গ্রাম পর্যন্ত ১৫শ মিটার সড়ক উন্নয়ন। এছাড়া নিজের ব্যাক্তিগত উদ্যোগে তিন লাখ টাকা ব্যয়ে ধলার মাঠে কৃষকদের জন্য শেখ হাসিনা কৃষক ছাউনি নির্মাণ।

এসব প্রকল্প উদ্বোধনকালে এমপি খোকন আরও বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। তাই তার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করতে হবে।

এ সময় গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী, কৃষি অফিসার লাভলী খাতুন, জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক ও কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা কৃষকলীগ সভাপতি ফজলুর রহমান ফজল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।