পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলায় হেরোইন বিক্রির সময় মানুষ দেখে ফেলে দিলেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি মাদক বিক্রেতা বাচ্চু। গোপন সংবাদের ভিত্তিতে আগেই ঘটনাস্থলে সাদাপোশাকে অবস্থান নেয় সদর থানা পুলিশের সদস্যরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে সদর থানা পুলিশের অভিযানে টাউন বহালগাছিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাচ্চু সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকঠী এলাকার মো. আনোয়ার গাজীর ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ স্যারের নির্দেশনায় ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা বাচ্চুকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কয়েক পুড়িয়া হেরোইন ফেলে দেন বাচ্চু। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাচ্চুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বাংলানিউজকে সতত্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
আরআইএস