সিলেট: সিলেট নগরে খর্বকার (শারীরিক প্রতিবন্ধী) তিন ভাইয়ের একজন কামাল আহমদ (৪০) মারা গেছেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরের চারা দিঘীরপাড় বাসায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, চারা দিঘীরপাড়ে একই পরিবারের ৩ ভাইয়ের সবাই খর্বকায় (শারীরিক প্রতিবন্ধী)। শারীরিক গঠনে তারা খর্বাকৃতির (একবারে খাটো)। তাদের তিনজনই চলাফেরা করতে পারেন না। প্রায় ১০ বছর ধরে তারা ওই বাসায় ভাড়া থাকতেন।
মারা যাওয়া কামাল আহমদের অপর প্রতিবন্ধী ভাই দুলাল আহমদ বাংলানিউজকে বলেন, গত সপ্তাহ থেকে রোগাক্রান্ত হয়ে পড়েন কামাল। চলাফেরা করতে না পারায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় বুধবার বিকেল ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে কামালের মৃত্যু হয়। পরে বাদ মাগরিব জানাজার নামাজের পর হযরত মানিকপীর (র.) এর কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এনইউ/এএটি