ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষুধার্তদের জন্য পুলিশ বক্সে খাবার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
ক্ষুধার্তদের জন্য পুলিশ বক্সে খাবার!

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় রাস্তার ক্ষুধার্ত অসহায় মানুষদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুলিশ। উপজেলার শহরের জিরোপয়েন্টে অবস্থিত পুলিশ বক্সটিতে অসহায়দের জন্য থাকছে খাবারের ব্যবস্থা।

যেকোনো ক্ষুধার্ত ব্যক্তি এখানে এসে খাওয়ার চাইলেই মিলছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) সোহেল পারভেজের উদ্যোগে ক্ষুধার্তদের জন্য এ ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়েছে। ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে পুলিশ বক্সের পাশে ঝুড়িতে ক্ষুধার্তদের জন্য থাকবে এসব খাবার সামগ্রী।
 
সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, পুলিশ বক্সের আশপাশে প্রায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষকে দেখা যায়। তারা অর্থের অভাবে পেটভরে খেতে পারছে না। তাদের জন্য ঝুড়িতে সামর্থ অনুযায়ী খাবার রাখা হবে। প্রতিদিন সকালে এক বার ও বিকেলে এক বার ঝুড়িতে ক্ষুধার্তদের জন্য খাবার রাখবেন সোহেল পারভেজ।
 
তবে ইচ্ছে করলে যে কেউ এ ঝুড়িতে ক্ষুধার্তদের জন্য খাবার রাখতে পারবেন বলেও জানান তিনি।  

সোহেল পারভেজ মনে করেন সমাজের প্রতিটি সমর্থবান লোক যদি অসহায়দের জন্য কোনো না কোনোভাবে সহযোগিতার হাত বাড়ান তবে সমাজ থেকে সহজে দারিদ্রতা কমে আসবে।
 
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহমেদ বলেন সাধারণ বিত্তবানদেরও উচিত এমন উদ্যোগে সাড়া দেওয়া।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।