ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। ইতোমধ্যে ওই বাড়িটি থেকে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর থেকে গোপন তথ্যের ভিত্তিতে বসিলার ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা ঘিরে অভিযান চালাচ্ছে র্যাব-২। সকালে ওই বাড়িটি থেকে একজনকে আটক করে বের করে আনা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
অভিযান চলমান রয়েছে অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১/আপডেট: ০৮৪৭ ঘণ্টা
পিএম/এএটি