ঢাকা: ইউরোপের তিন দেশ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় ফিরেছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকায় ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউয়ের বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আগামী বছরের জানুয়ারি মাসে দোহায় এলডিসির ৫ম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সামনে রেখে জেনেভায় এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক হয়।
গত ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন ফোরামের বৈঠকে যোগ দেন ড. মোমেন।
জেনেভা ও হেগে যাওয়া আসার সময় লন্ডনে যাত্রা বিরতি করেন পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে অবস্থানকালে তিনি ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করেন। ড. মোমেন গত ৩০ আগস্ট ইউরোপের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
টিআর/আরআইএস