ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাকে নির্যাতন করায় বাবা আলী হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ছেলে আরিফ হোসেন (২০)।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন রাতের খাবারের পর ছেলের সামনে তার মাকে মারধর করতে থাকে আলী। এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। তার কথা না মানায় ক্ষিপ্ত হয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে আহত করে আরিফ।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আলী হোসেনের।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ছেলে পলাতক আছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।