বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে নিজের খামারের ছয়টি হরিণ জবাই করে মাংস পাচারের সময় আলোশিখা এনজিওর পরিচালক জেমস মৃদুল হালদার ও তার তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। এ সময় ৩৭ কেজি হরিণের মাংস ও ছয়টি চামড়া উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি আটকদের দণ্ডাদেশ দেন এবং মৃদুলের হরিণ পালনের লাইসেন্স বাতিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
আবুল হাশেম বাংলানিউজকে জানান, মৃদুল হালদারকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মৃদুলের কর্মচারী সুনীল চন্দ্র হালদার ও খোকন সরকারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন। অপর কর্মচারী বিপ্লব সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ছয়টি হরিণের চামড়া উপজেলা বন কর্মকর্তা মনীন্দ্র নাথ রায়ের জিম্মায় রাখতে বলা হয়েছে এবং মাংস পুড়িয়ে তা মাটিতে পুতে রাখার আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এমএস/জেডএ