ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ ২ জন নিহত, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ ২ জন নিহত, সড়ক অবরোধ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় বাসের ধাক্কায় মহিদুল ইসলাম (৫০) তাসলিমা খাতুন (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ঝিনাইদহ-যশোর মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তিন বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মহিদুল কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে এবং তাসলিমা পিরোজপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী।

বারবাজার হাইওয়ে থানার  ওসি মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ভ্যানে যাত্রী নিয়ে বারবাজার থেকে পিরোজপুর যাচ্ছিলেন মহিদুল ইসলাম। পথে ঘটনাস্থলে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যশোরগামী শাপলা পরিবহণের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মহিদুল নিহত হন। আহত হন ভ্যানের যাত্রী তাসলিমা খাতুন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।

তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় উভয় পাশের যান চলাচল। খবর পেয়ে ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন। প্রায় দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।