ঢাকা: ধানমন্ডি লেক এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশের হাতে আটক ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তারা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, যুগ্ম সম্পাদক আবদুর রহমান।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজীব আহসানসহ চারজনকে আটক করা হয়। ওই চারজনসহ আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। তাদেরকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে বুধবার রাতে ধানমণ্ডি লেক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ওই চারজনকে চ্যালেঞ্জ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাদেরকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
পিএম/এমএমজেড