ফরিদপুর: ফরিদপুরে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে এখন তা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়া ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে যাওয়ায় সেখানকার অনেক গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে লাখো মানুষ।
এদিকে এলাকার অনেক জায়গায় শুরু হয়েছে নদী ভাঙন। অনেক স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়েছে।
এছাড়া গো খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায় ফলে বিপাকে পরেছে সেখানকার গৃহপালিত প্রানীরা। বিভিন্ন পানি বাহিত রোগের আশংকা করছে বন্যা কবলিত এলাকার জনগণের এবং রয়েছে সুপেয় পানির সংকট।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে এখন তা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এনএইচআর