ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হেরিং বোন বন্ডের পরিবর্তে আরসিসি রাস্তার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
হেরিং বোন বন্ডের পরিবর্তে আরসিসি রাস্তার সুপারিশ

ঢাকা: হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার পরিবর্তে আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনা করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মো. আফতাব উদ্দিন সরকার অংশ নেন।

এ সময় বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহ ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে একটি নতুন ডিপিপি প্রস্তুত করে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার পরিবর্তে আরসিসি রাস্তার প্রয়োজন উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করে কমিটি।

এছাড়া মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয় এবং খাসজমি/জমি অধিগ্রহণে উপযুক্ত স্থান নির্বাচন করার সুপারিশ করা হয়।

বৈঠকে বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প সম্পর্কেও আলোচনা করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ও মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।