লক্ষ্মীপুর: ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) চার সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকরা।
এতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী এবং বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহারসহ ১১ জন সাংবাদিকের উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনকারীরা।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক জান্নাতুল ফেরদৌস নয়ন, কাজল কায়েস, সাইফুল ইসলাম স্বপনসহ লক্ষ্মীপুরে কর্মরত প্রিন্ট ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দেশ বরেণ্য সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। ডিজিটাল আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা যাবে না। সারা দেশের সাংবাদিকদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করতে হবে। এ সময় বক্তারা ডিজিটাল আইন বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৬০-৭০ জন সাংবাদিক অংশ নেন।
১৮ আগস্ট কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম এবং বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহারসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন হুইপ শামসুল হক চৌধুরী। পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসআরএস