ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাড়ে ৩ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
সাড়ে ৩ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

ঢাকা: টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকা থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়, শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ট্রলারঘাট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার হবে। এ অবস্থায় কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

আমিরুল হক জানান, বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ওই এলাকায় বস্তাসহ তিন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।   তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। তবে এ সময় সাদা রঙের তিনটি বস্তা ফেলে অন্ধকারে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যান তারা। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে বস্তাগুলো খুলে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।