ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাখি হত্যাকারীদের শাস্তির আওতায় আনার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
পাখি হত্যাকারীদের শাস্তির আওতায় আনার দাবি

রাজশাহী: গাছ কাটা ও পাখি হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন রাজশাহীর প্রকৃতিপ্রেমীরা। আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরেও এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে দু'টি গাছ কেটে শামুকখোল পাখির প্রতি নিষ্ঠুরতার প্রতিবাদে হাসপাতালের সামনেই এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রগতিশীল ছাত্র-শিক্ষক ও শিল্পী সাহিত্যিক ফোরামের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন- পরিবেশের ক্ষতি করে এ ক্রংক্রিটের উন্নয়ন চাই না। রামেক হাসপাতালের গাছ কেটে শত শত পাখি হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি কখনও উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করা যায় না। এ ঘটনার দায় পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্টরা এড়াতে পারেন না। পাখি ও গাছ নিধন জীববৈচিত্র্যের ওপর একটি বড় ধরনের অশনিসংকেত।

এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন-ছড়াকার বীর মুক্তিযোদ্ধা আলী আসলান অপু। পরিচালনা করেন কন্ঠস্বরের সভাপতি নাদিম সিনা। বক্তব্য রাখেন-ডাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাসদ রাজশাহী জেলা সমন্বয়ক আলফাজ হোসেন যুবরাজ, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রাজশাহী জেলার সমন্নয়ক আব্দুর রহিম। সাংস্কৃতিক কর্মী আবু তালেব মোল্লা, নূরই হাফিজা খানম।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।